'ফলাহার' থেকে 'ফলার' শব্দটি হওয়ার কারণ-
A ধ্বনি বিপর্যয়
B বর্ণদ্বিত্ব
C বর্ণাগম
D বর্ণলোপ
Solution
Correct Answer: Option D
বর্ণলোপ : উচ্চারণ সহজ করবার জন্য অনেক সময় শব্দমধ্যস্থ এক বা একাধিক বর্ণের যে বিলোপ সাধন করা হয় তাই বর্ণ লোপ।
● র লোপ : স্মার্ট→স্মাট।
● হ কার লোপ : শিয়ালদহ→শিয়ালদা।
● ফাল্গুন→ফাগুন।