সাধারণ কোন ধরনের শব্দের সমার্থক শব্দ হয় না?

A সাধিত শব্দ

B শব্দ

C সংকর শব্দ

D অজ্ঞাতমূল শব্দ

Solution

Correct Answer: Option D

বাংলা ভাষার শব্দভাণ্ডার তৎসম,অর্ধতৎসম,তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। কিন্তু এমন অনেক শব্দ রয়েছে যার মূল নির্ণয় করা সম্ভব হয়নি অর্থাৎ তা দেশি না বিদেশি শব্দ থেকে আগত নাকি আংশিক পরিবর্তিত হয়েছে; কোনো কিছুই সঠিকভাবে বলা যায় না। যেমন পানি এসেছে পানীয় থেকে, এটা অজ্ঞাতমূল শব্দ নয় কিন্তু সাঁড়াশি কোথা থেকে এসেছে কেউ জানে না সুতরাং এটি অজ্ঞাতমূল শব্দ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions