ব্যারোমিটার যন্ত্রে কোন তরল ব্যবহার করা হয় ?

A পারদ

B পানি

C এলকোহল

D তেল

Solution

Correct Answer: Option A

 ব্যারো মিটার বায়ুমণ্ডলের চাপ নির্ণয়ের জন্য ব্যাবহার করা হয় । ক্রমশ ব্যারো মিটারে পারদের উচ্চতা বৃদ্ধি ভাল আবহাওয়ার ইঙ্গিত বহন করে। ইতালির নাগরিক ইভান জেলিসটাটরিসিল ১৬৪৩ সালে ব্যারো মিটার আবিস্কার করেন । 
   - গ্রহ নক্ষত্রের উন্নতি পরিমাপক যন্ত্র সেক্সট্যান্ট,
   - ভুমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ এবং 
   - গাসের চাপ নির্ণায়ক যন্ত্র হচ্ছে ম্যানোমিটার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions