ইলেকট্রন আবিষ্কৃত হয় কোন সালে?
A ১৮৯৬
B ১৮৯৭
C ১৮৯৮
D ১৮৯৯
Solution
Correct Answer: Option B
- ইলেকট্রন আবিষ্কৃত হয় ১৮৯৭ সালে।
- ব্রিটিশ পদার্থবিদ জে. জে. থমসন ১৮৯৭ সালে ক্যাথোড রশ্মি নিয়ে পরীক্ষা করার সময় ইলেকট্রন আবিষ্কার করেন।
- তিনি ক্যাথোড রশ্মির প্রকৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করার সময় এই কণাটি খুঁজে পান।