কোন সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায়?
A পদলোপী বহুব্রীহি
B সমানাধিকার বহুব্রীহি
C অলুক বহুব্রীহি
D ব্যাধিকরণ বহুব্রীহি
Solution
Correct Answer: Option A
- যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায়, তাকে পদলোপী বহুব্রীহি বলে।
যেমন:
- চিরুনির মতো দাঁত যার = চিরুনদাঁতি।
- বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী।