-জলবিদ্যুৎ হলো একটি নবায়নযোগ্য শক্তি উৎস। এটি হলো পানি প্রবাহের চাপ বা গতিশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করার প্রক্রিয়া।
-পানিপ্রপাত, নদী বা হ্রদের জল দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। জলবিদ্যুৎ কেন্দ্রে প্রথমে বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধ দিয়ে নদীর প্রবাহকে বাধা দেওয়া হয়। এর ফলে নদীর জল জলাশয়ে জমা হয়। এই জলাশয়ের জলকে টারবাইনের পাখার উপর দিয়ে ছেড়ে দেওয়া হয়। পাখার চাপের ফলে টারবাইন ঘুরতে থাকে। টারবাইনের সাথে সংযুক্ত একটি জেনারেটর ঘোরার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়।
-তাই সঠিক উত্তর (ক) পানি।