কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করেছে ?
Solution
Correct Answer: Option B
- ডায়নামো বা জেনারেটর হলো এমন একটি যন্ত্র যা যান্ত্রিক শক্তিকে (যেমন চাকা বা টারবাইন ঘোরানোর গতি) তড়িৎ বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে।
- এটি তড়িৎচৌম্বকীয় আবেশ (Electromagnetic Induction) নীতিতে কাজ করে।
- উল্লেখ্য: গ্যালভানোমিটার বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করে, হাইড্রোমিটার তরলের ঘনত্ব মাপে এবং জাইরোস্কোপ কৌণিক বেগ মাপে বা দিক নির্দেশনায় ব্যবহৃত হয়।