ফটো ইলেকট্রিক সেলের উপর আলো পড়লে আলোকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
Solution
Correct Answer: Option B
ফটো তড়িৎ ক্রিয়া: নির্দিষ্ট কম্পাঙ্কের আলো তোমার বাসার ছাদে বসানো সোলার প্যানেলে পড়লে তা থেকে ইলেকট্রন নির্গত হতে থাকে। এই ঘটনাই হল আলোক তড়িৎ বা ফটো ইলেকট্রিক ক্রিয়া। ফটো সেল হচ্ছে সোলার প্যানেলের একক সেল যেখানে সূর্যের আলো আঘাত করলে আলো থেকে পাওয়া এনার্জি ইলেকট্রিসিটিতে পরিণত হয়।
ফটোইলেকট্রিক কোষ হলো বিশেষ এক ধরনের ডায়োড, যার ওপর আলোক পড়লে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রুপান্তরিত হয়। গতিশীল চার্জের কারণে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়।