ফটো ইলেকট্রিক সেলের উপর আলো পড়লে আলোকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
Solution
Correct Answer: Option B
⇒ ফটো ইলেকট্রিক সেল বা আলোক-তড়িৎ কোষ হলো এমন একটি ব্যবস্থা যা আলোর ফোটন কণা গ্রহণ করে।
⇒ যখন কোনো উপযুক্ত ধাতব পাতের ওপর আলো পড়ে, তখন সেই ধাতু থেকে ইলেকট্রন নির্গত হতে শুরু করে। এই ঘটনাকে ফোটোইলেকট্রিক ইফেক্ট বলে।
⇒ নির্গত ইলেকট্রনগুলোর প্রবাহের ফলেই বিদ্যুৎ উৎপন্ন হয়।
⇒ অর্থাৎ, এখানে আলোকশক্তি সরাসরি ‘তড়িৎ শক্তিতে’ রূপান্তরিত হয়। সোলার প্যানেল এর সবচেয়ে বড় উদাহরণ।