অধিক দূরত্বে তড়িৎ প্রেরনে ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎ প্রবাহ কমানো হয় , কারণ এতে-
A তাপ শক্তি উৎপাদন কম হয় বলে তড়িৎ শক্তি অপচয় কম হয়
B তড়িৎ অতি দ্রুত গন্তব্যে পৌছায়
C প্রেরক তার দীর্ঘদিন ভালো থাকে
D প্রেরক তারের বোধ কম থাকে
Solution
Correct Answer: Option A
তাপ শক্তি উৎপাদন কম হয় বলে তড়িৎ শক্তি অপচয় কম হয়তড়িৎ অতি দ্রুত গন্তব্যে পৌঁছায় ,প্রেরক তার দীর্ঘদিন ভাল থাকে ,প্রেরক তারের রোধ কম থাকে।