-এসি কারেন্ট (AC CURRENT) এর বৈশিষ্ট্য: এসি কারেন্টের গতি সবসময় একই থাকেনা।
-এসি কারেন্টের গতি প্রতিমিনিটে আপ-ডাউন করে।
-এসি কারেন্ট পরিবর্তশীল কারেন্ট।
-এসি কারেন্টে হাত দিলে শক্ করে।
- এসি কারেন্ট সরাসরি কোন ইলেক্ট্রনিক্স ডিভাইসে ব্যবহার করা যায়না।