এসি কারেন্টের বৈশিষ্ট্য-

 

A শুধু এক দিয়ে চলে

B ব্যাটারি থেকে উৎপন্ন হয়

C সময়ের সাথে দিকের পরিবর্তন হয়

D সময়ের সাথে দিকের পরিবর্তন হয় না

Solution

Correct Answer: Option C

-এসি কারেন্ট (AC CURRENT) এর বৈশিষ্ট্য: এসি কারেন্টের গতি সবসময় একই থাকেনা। 
-এসি কারেন্টের গতি প্রতিমিনিটে আপ-ডাউন করে। 
-এসি কারেন্ট পরিবর্তশীল কারেন্ট। 
-এসি কারেন্টে হাত দিলে শক্ করে। 
- এসি কারেন্ট সরাসরি কোন ইলেক্ট্রনিক্স ডিভাইসে ব্যবহার করা যায়না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions