সিনোমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়-

 

A উত্তল

B অবতল

C জুম

D সিলিনড্রিক্যাল

Solution

Correct Answer: Option B

-যে লেন্সের মধ্যভাগ সরু ও এর প্রান্তভাগ ক্রমশ ক্রমশ মোটা, তাকে অবতল লেন্স বলে। অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়। তলের আকৃতির ওপর নির্ভর করে অবতল লেন্সও তিন প্রকারের। যথা:
১।উভাবতল বা দ্বি - অবতল লেন্স.
২।উত্তলাবতল (উত্তল - অবতল) লেন্স
৩।সমতলাবতল (সমতল - অবতল) লেন্স

-অবতল লেন্সের ব্যবহারঃ
১।চশমায় ব্যবহার করা হয় (ক্ষীনদৃষ্টির ক্ষেত্রে)
 ২।কোন কোন দূরবীক্ষণ যন্ত্রে.
৩।অন্যান্য আলোক যন্ত্রে.
৪।বিভিন্ন পরীক্ষণে এবং সিনোমাস্কোপ প্রজেক্টরে ।
 ৫।দাঁত এর চিকিৎসায়

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions