শীতকালে ঘূর্ণিবৃষ্টি দেখা যায় কোন অঞ্চলে?
A আফ্রিকার পশ্চিম অঞ্চলে
B মধ্য ইউরোপের বিভিন্ন দেশে
C দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে
D অস্ট্রেলিয়ায়
Solution
Correct Answer: Option B
- শীতকালে ঘূর্ণিবৃষ্টি প্রধানত মধ্য ইউরোপের বৈশিষ্ট্য।
ঘূর্ণিবৃষ্টির কারণ:
- শীতকালে মধ্য ইউরোপে শীতল বায়ু এবং উষ্ণ বায়ুর সংঘর্ষের ফলে ঘূর্ণিবৃষ্টির সৃষ্টি হয়।
- এই অঞ্চলে নিম্নচাপের কারণেও ঘূর্ণিবৃষ্টি হতে পারে।
- এছাড়াও, শীতকালে ইউরোপের উপর দিয়ে যে ঝড়গুলি বয়ে যায়, সেগুলিও ঘূর্ণিবৃষ্টির অন্যতম কারণ।
ঘূর্ণিবৃষ্টির বৈশিষ্ট্য:
- এটি সাধারণত স্বল্পস্থায়ী হয়।
- এর সাথে প্রায়ই বজ্রপাত এবং শিলাবৃষ্টি দেখা যায়।
- এই বৃষ্টিতে ঝড়ের প্রকোপ দেখা যায়।