বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরষ্কার লাভ করেন ?
A ড. কুদরাত ই-খুদা
B ড. কামাল উদ্দিন আহমেদ
C ড. শামসুল হক
D ড. আবদুল্লাহ আল মুতী
Solution
Correct Answer: Option D
ইউনেস্কো ১৯৫২ সালে কলিঙ্গ পুরষ্কার প্রবর্তন করে। কলিঙ্গ পুরস্কারের মূল নাম- কলিঙ্গ প্রাইস ফর দ্য পপুলারাইজেশন অব সায়েন্স। বাংলাদেশ থেকে কলিঙ্গ পুরস্কার অর্জনকারী একমাত্র ব্যক্তি আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন। তিনি ১৯৮৩ সালে এ পুস্কার লাভ করেন।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions