সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় আলো আসে?
Solution
Correct Answer: Option C
আমরা জানি তিন উপায়ে তাপ সঞ্চালন ঘটে। আগুনের পাশে দাঁড়ালে আমরা উত্তাপ অনুভব করি। এ ক্ষেত্রে পরিচলন বা পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয় না, কারণ এখানে কোনো কঠিন মাধ্যম নেই তাই পরিবহন হচ্ছে না, বায়ু মাধ্যমে তাপের পরিচলন হয়, কিন্তু এক্ষেত্রে উত্তপ্ত বায়ু হালকা হবে এবং উপরে উঠবে, নিচে নামবে না, অথচ নিচে আমরা গরম অনুভব করি। এভাবে তাপ সঞ্চালনের প্রক্রিয়াটি বিকিরণ। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে।