অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?

A    বিচ্ছুরণ

B    অপবর্তন

C    অভ্যন্তরীণ প্রতিফলন

D    প্রতিসরন

Solution

Correct Answer: Option C

অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু ও নমনীয় কাচ তন্তু । যখন আলোক রশ্মি কাচ তন্তুর এক প্রান্ত দিয়ে প্রবেশ করে , তখন তন্তুর দেয়ালে বারবার এর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে যতক্ষণ পর্যন্ত না অপর প্রান্ত দিয়ে আলোক রশ্মি নির্গত হয় । আলো বহনের কাজে এটি ব্যবহৃত হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions