Solution
Correct Answer: Option A
- মহাজাগতিক রশ্মি বা Cosmic Ray আবিষ্কার করেন অস্ট্রিয়ান পদার্থবিজ্ঞানী ভিক্টর ফ্রান্সিস হেস (Victor Francis Hess)।
- ১৯১২ সালে তিনি বেলুনে চড়ে বায়ুমণ্ডলের ওপরের স্তরে পরীক্ষা চালানোর সময় লক্ষ্য করেন যে, মহাকাশ থেকে এক ধরণের উচ্চশক্তিসম্পন্ন বিকিরণ পৃথিবীতে আসছে। এটিই কসমিক রে বা মহাজাগতিক রশ্মি।
- এই আবিষ্কারের জন্য তিনি ১৯৩৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।