Solution
Correct Answer: Option D
- হার্টস (Hertz) হলো কম্পাঙ্কের (frequency) আন্তর্জাতিক একক।
- কোনো বস্তুর কম্পাঙ্ক বলতে বোঝায় যে বস্তুটি প্রতি সেকেন্ডে কতবার পূর্ণ কম্পন সম্পন্ন করে।
- যদি কোনো বস্তু প্রতি সেকেন্ডে একবার পূর্ণ কম্পন করে, তবে তার কম্পাঙ্ক হলো 1 হার্টস (1 Hz)।
- যদি কোনো বস্তু প্রতি সেকেন্ডে দশবার পূর্ণ কম্পন করে, তবে তার কম্পাঙ্ক হলো 10 হার্টস (10 Hz)।