একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে গেলে ঘড়িটি --
A ফাস্ট হবে
B ঠিক সময় দেবে
C স্লো হবে
D কোন রকম প্রভাবিত হবে না
Solution
Correct Answer: Option A
অভিকর্ষজ ত্বরণ (g) এর মান কমলে, দোলনকাল বাড়ে। বিষুবরেখা থেকে মেরু অঞ্চলের অভিকর্ষজ ত্বরণের মান বেশি। এজন্য পেন্ডুলাম ঘড়িকে বিষুবরেখা হতে মেরুতে নিলে দোলনকাল কমবে। ফলে ঘড়িটি দ্রুত হবে।