Solution
Correct Answer: Option B
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) কলকাতার জোড়াসাঁকোর এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।
তাঁর রচিত অন্যান্য ছোটগল্প-
- শাস্তি,
- দৃষ্টিদান,
- ল্যাবরেটরী,
- সমাপ্তি,
- একরাত্রি,
- মধ্যবর্তিনী,
- পোস্টমাস্টার,
- হৈমন্তী,
- ছুটি,
- দেনা পাওনা ইত্যাদি।