নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি ?
Solution
Correct Answer: Option B
- বিদ্যুৎ পরিবাহিতা নির্ভর করে ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যার ওপর।
- রূপার রোধকত্ব (Resistivity) সবচেয়ে কম এবং এতে মুক্ত ইলেকট্রনের প্রবাহ সবচেয়ে সহজে হয়।
- যদিও সোনা এবং তামা সুপরিবাহী, কিন্তু বৈজ্ঞানিকভাবে রূপার বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা অন্য সব ধাতুর চেয়ে বেশি।