শক্তির একক কি ? 

 

A জুল

B আর্গ

C নিউটন

D ওয়াট

Solution

Correct Answer: Option A

-আর্গ হল সিজিএস পদ্ধতিতে শক্তির একক যা এসআই এককে 10−7 J বা 100 nJ পরিমাণ কাজ বা শক্তির সমান।   
- আর্গ, ক্যালরি এবং ইলেকট্রন ভোল্ট হলো শক্তির বিভিন্ন পুরাতন একক।
- বলের একক নিউটন (N)।
- কাজের একক নিউটন-মিটার (N-m)। এর অপর নাম জুল (J)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions