শব্দ তরঙ্গ হলো-  

A    অনুদৈর্ঘ্য তরঙ্গ

B    স্থির তরঙ্গ

C    দীঘল তরঙ্গ

D    আড় তরঙ্গ

Solution

Correct Answer: Option A

 

শব্দ (ইংরেজি: Sound) এক ধরনের শক্তি । এই শক্তি সঞ্চালিত হয় শব্দ-তরঙ্গের মাধ্যমে । শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ । কোনো মাধ্যমের কণাগুলোর বা স্তরসমূহের সংকোচন ও প্রসারণের সৃষ্টির মাধ্যমে এই তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions