চুম্বকে পরিণত করা যায় –

A    তামা

B    পিতল

C    ইস্পাত

D    স্বর্ণ

Solution

Correct Answer: Option C

- চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায়, তাদেরকে চৌম্বক পদার্থ বলে।
- চৌম্বক পদার্থের উদাহরণ হলো- লোহা, ইস্পাত, নিকেল ও কোবাল্ট
- চুম্বক তৈরির জন্য ইস্পাত বিশেষভাবে উপযোগী কারণ এটি একবার চুম্বকে পরিণত হলে দীর্ঘস্থায়ী চুম্বকত্ব ধরে রাখতে পারে।
- অন্যদিকে, যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে।
- অচৌম্বক পদার্থের উদাহরণ হলো- কাচ, তামা, পিতল, রূপা, সোনা, রাবার, কাঠ ও প্লাস্টিক ইত্যাদি।
- তামা, পিতল ও স্বর্ণ অচৌম্বক পদার্থ হওয়ায় এদেরকে চুম্বকে পরিণত করা যায় না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions