মোটর, জেনারেটর ও ট্রান্সফরমার ইত্যাদিতে কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
Solution
Correct Answer: Option B
যে চুম্বকের চুম্বকত্ব মুহূর্তের মধ্যে হারিয়ে যায় তাকে অস্থায়ী চুম্বক বলে। বিভিন্ন বৈদ্যুতিক মেশিন ও সরঞ্জাদি যেমনঃ মোটর, জেনারেটর, বৈদ্যুতিক পাখা, অ্যামিটার, ভোল্টমিটার, বৈদ্যুতিক কলিংবেল, ট্রান্সফরমার ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়।