পৃথিবী একটি বিরাট চুম্বক । এ ভূ-চুম্বকের উত্তর মেরু থাকে-

A উত্তর দিকে

B উত্তর-দক্ষিণ মেরু বরাবর

C কেন্দ্রস্থলে

D দক্ষিণ দিকে

Solution

Correct Answer: Option D

⇒ পৃথিবী নিজেই একটি বিশাল চুম্বকের মতো আচরণ করে, যার একটি চৌম্বক ক্ষেত্র রয়েছে।
⇒ একটি সাধারণ চুম্বকের ধর্ম হলো এর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ, চুম্বকের উত্তর মেরু অন্য চুম্বকের দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে।
⇒ আমরা যখন একটি কম্পাস ব্যবহার করি, তখন এর কাঁটার উত্তর মেরুটি পৃথিবীর ভৌগোলিক উত্তর দিককে নির্দেশ করে।
⇒ যেহেতু কম্পাসের উত্তর মেরু পৃথিবীর ভৌগোলিক উত্তর দিকে আকৃষ্ট হচ্ছে, তার মানে পৃথিবীর ভৌগোলিক উত্তর দিকে আসলে এর চৌম্বকীয় দক্ষিণ মেরু অবস্থিত। তাই, ভূ-চুম্বকের উত্তর মেরু থাকে ভৌগোলিক দক্ষিণ দিকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions