Solution
Correct Answer: Option D
» দাঁড়ির অপর নাম- পূর্ণচ্ছেদ
» কমার অপর নাম- পাদচ্ছেদ
» সেমিকোলনের অপর নাম- অর্ধচ্ছেদ
» ইলেকের অপর নাম - লোপচিহ্ন
» ড্যাশের অপর নাম- কষি চিহ্ন
» হাইফেনের অপর নাম- শব্দ সংযোগ চিহ্ন
বিরতি কালঃ
» এক বলতে সময় লাগে - ২ টি ( উদ্ধরণ, কমা)
» এক বলার দ্বিগুণ সময় লাগে- ১টি (সেমিকোলন)
» থামার প্রয়োজন নেই- ৩টি (হাইফেন, ইলেক, বন্ধনি)
» এক সেকেন্ড থামতে হয়- ৬টি (দাঁড়ি, প্রশ্নবোধক, বিস্ময়, কোলন, ড্যাশ, কোলনড্যাশ)