Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
'পদ্মা সেতু জাদুঘর' কোথায় অবস্থিত?

A মুন্সিগঞ্জের শ্রীনগরে

B শরিয়তপুরের জাজিরায়

C মাদারীপুরের কাওড়াকান্দিতে

D মুন্সিগঞ্জের দোগাছিতে

Solution

Correct Answer: Option D

- সেতু নির্মাণ ছাড়াও পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের রয়েছে আরও নানা উদ্যোগ। যার মধ্যে একটি পদ্মা সেতু জাদুঘর।
- সেতু এলাকা ও পদ্মা নদীর জীববৈচিত্র্যের নমুনা সংগ্রহ করে তৈরি করা হচ্ছে ব্যতিক্রমী এই জাদুঘর।
- বর্তমানে মুন্সিগঞ্জের দোগাছি এলাকায় পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এ অস্থায়ীভাবে জাদুঘরটি রয়েছে।
- ২০১৬ সালে পদ্মা সেতু জাদুঘর তৈরিতে প্রাণীর নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হয়।
- বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অর্থায়ন ও তত্ত্বাবধানে জাদুঘরটি বাস্তবায়ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions