কোনটি মৌলিক পদার্থ নয়?

 

A ডায়মন্ড

B সাদা ফসফরাস

C রম্বিক সালফার

D ফসফিন

Solution

Correct Answer: Option D

-ফসফিন হল একটি জটিল যৌগ যার রাসায়নিক সূত্র হল PH3।
-এটি একটি গ্যাস যা ফসফরাস এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত।
-ফসফিন একটি মৌলিক পদার্থ নয় কারণ এটি এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত।

-অন্যদিকে, ডায়মন্ড, সাদা ফসফরাস, এবং রম্বিক সালফার হল মৌলিক পদার্থ।
-এগুলি একক মৌলের পরমাণু দিয়ে তৈরি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions