Solution
Correct Answer: Option B
✔দিনের আলোর সময় সীমার উপর উদ্ভিদের ফুল ধারণ নির্ভর করে না।এদের দিন নিরপেক্ষ উদ্ভিদ বলে।
যেমন-সূর্যমূখী,টমেটো,শসা,কার্পাস আউস ধান প্রভৃতি।
✔ছোট উদ্ভিদের উদ্ভিদ -সয়াবিন,আলু,ইক্ষু,কসমস,শিম,ডালিয়া,তামাক,চন্দ্রমল্লিকা,রোপা আমন ইত্যাদি।