নিচের কোনটি মৌলিক পদার্থ?

A    সোনা

B    বালু ও চিনির মিশ্রণ

C    পানি

D    শরবত

Solution

Correct Answer: Option A

যে সব পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে ওই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায়না তাদেরকে মৌল বা মৌলিক পদার্থ বলা হয়। এদের একটি অণু একই রকম এক বা একাধিক পরমাণু/পরমাণুর সমন্বয়ে তৈরি। যেমন, একটি মৌলিক পদার্থ, অক্সিজেনের অণু O₂ দুটি একইরকম অক্সিজেন পরমাণু O এর সমন্বয়ে গঠিত। সোনার রাসায়নিক সংকেত - Au

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions