Solution
Correct Answer: Option D
প্রশ্নে যেটি মৌলিক কণিকা হিসেবে খুঁজতে বলা হয়েছে, সেটি হলো ফোটন। এখানে অন্যান্য অপশনগুলো ব্যাখ্যা করা হলো:
- অনু (মলেকিউল) হলো একাধিক পরমাণুর সমষ্টি, তাই এটি মৌলিক কণিকা নয়।
- নিউক্লিয়াস হলো পরমাণুর কেন্দ্র অংশ যা প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত, এটি মৌলিক নয় কারণ এটি আরও ছোট কণিকা নিয়ে তৈরি।
- পরমাণু হলো মৌলিক কণিকার এক লেভেল থেকে বড় একক, যা নিউক্লিয়াস ও ইলেকট্রনের সমন্বয়ে গঠিত।
- ফোটন হলো আলো বা অন্যান্য ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণের কণা, যেটি মৌলিক কণিকা কারণ এটি আর বিভাজ্য নয় এবং এটি শক্তি ও গতি বহন করে।
অতএব, ফোটন হলো মৌলিক কণিকা।