আলোক বর্ষ বলতে কি বুঝায় ?
A যে সময়ে আলো সূর্য থেকে পৃথিবীতে পৌছায়
B এক বৎসর সময়ে আলো যে পরিমান দূরত্ব অতিক্রম করে
C এক বৎসরের সময়ে যে পরিমান আলো পৃথিবীতে আসে
D ৩৬৫ দিন ]
Solution
Correct Answer: Option B
আলোক বর্ষ হল একটি দৈর্ঘ্যের একক, যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। এক আলোক বর্ষ সমান ৯.৫ ট্রিলিয়ন কিলোমিটার বা ৫.৯ ট্রিলিয়ন মাইল। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল ইউনিয়নের সংজ্ঞা অনুসারে এক আলোক বর্ষ এক জুলীয় বছর কোন শূন্য পথে আলো যত দূর অতিক্রম করে সেই দূরত্ব।