অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে -
A অফসেট মুদ্রন পদ্ধতিতে
B পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
C ডিজিট্যাল ইমেজিং পদ্ধতিতে
D স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
Solution
Correct Answer: Option B
- ‘পোলারয়েড’ বিশেষভাবে তৈরি স্বচ্ছ মাধ্যম।
- এর মধ্যে দিয়ে সাধারণ আলো পাঠালে সমবর্তিত আলো পাওয়া যায়।
- এ সূত্র কাজে লাগিয়ে ফটোকপি মেশিন তৈরি করা হয়।
- রোদ চশমা, ক্যামেরার লেন্সের সামনে লাগানোর ফিল্টার ইত্যাদিতে আলোর ঝলসানোভাব কমানোর জন্য পোলারয়েডের ব্যবহার রয়েছে।