Solution
Correct Answer: Option D
✔ সালোকসংশ্লেষণ এমন একটি জৈবনিক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ কোষস্থ ক্লোরোপ্লাস্ট সূর্যরশ্মির ফোটন থেকে শোষণকৃত শক্তি কাজে লাগিয়ে বায়ুমন্ডলস্থিত কার্বন ডাই অক্সাইড এবং কোষস্থ পানি ও অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে।
✔ কচি সবুজ কান্ডে এবং সবুজ বীজপত্রে সালোকসংশ্লেষণ হয়। কিন্তু উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষণ হয় না।