কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান ও স্থাবর সম্পত্তির ক্ষতি হয় না ?

A নিউট্রন বোমা

B আণবিক বোমা

C হাইড্রোজেন বোমা

D নাপাম বোমা

Solution

Correct Answer: Option A

সঠিক উত্তর: A) নিউট্রন বোমা

- নিউট্রন বোমা (Neutron bomb) এমন একটি পারমাণবিক অস্ত্র, যা মূলত মানুষের ওপর মারাত্মক নিউট্রন বিকিরণ সৃষ্টি করে।
- এই বিকিরণ মানুষ ও জীবিত প্রাণীর জন্য প্রাণঘাতী হলেও, এর বিস্ফোরণ ও তাপীয় শক্তি তুলনামূলকভাবে কম হওয়ায় দালান, স্থাপনা বা অবকাঠামোর ক্ষতি সীমিত থাকে। অর্থাৎ, নিউট্রন বোমা ব্যবহারে মানুষ মারা যেতে পারে, কিন্তু দালান ও স্থাবর সম্পত্তি তুলনামূলকভাবে অক্ষত থাকে।

বিকল্প বোমাগুলোর মধ্যে-
- আণবিক বোমা, হাইড্রোজেন বোমা এবং নাপাম বোমা-সবগুলোই বিস্ফোরণ ও তাপের মাধ্যমে ব্যাপক ধ্বংস সাধন করে, ফলে দালান ও স্থাবর সম্পত্তিরও প্রচুর ক্ষতি হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions