Solution
Correct Answer: Option B
- যে নিউক্লিয় বিক্রিয়ায় উচ্চ তাপ ও চাপে একাধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে, তাকে নিউক্লিয় ফিউশন বা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বলা হয়।
- এই প্রক্রিয়ায় ভর শক্তিতে রূপান্তরিত হয়, ফলস্বরূপ প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়।
- সূর্যে নিউক্লিয় ফিউশন প্রক্রিয়ায় চারটি হাইড্রোজেন নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি হিলিয়াম নিউক্লিয়াসে পরিণত হয়।
- সূর্য এবং অন্যান্য নক্ষত্রের বিপুল শক্তির মূল উৎস হলো এই নিউক্লীয় ফিউশন বিক্রিয়া।
- নিউক্লিয় ফিউশন তত্ত্বের ওপর ভিত্তি করেই বিধ্বংসী হাইড্রোজেন বোমা তৈরি করা হয়।
- অন্যদিকে, নিউক্লীয় ফিশন প্রক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াস ভেঙে একাধিক হালকা নিউক্লিয়াসে পরিণত হয়, যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক বোমার মূলনীতি।