কার্বন-১৪ রেডিও আইসোটোপের অর্ধায়ু-

 

A ৩৬৮০ বছর

B ৫৫৬৮ বছর

C ১২৮৩ বছর

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

-কার্বন-১৪ হলো কার্বনের একটি তেজস্ক্রিয় আইসোটোপ। 
-এটি বায়ুমণ্ডলে সূর্যের অতিবেগুনী রশ্মির ক্রিয়ায় নাইট্রোজেন থেকে উৎপন্ন হয়। 
-কার্বন-১৪ জীবিত জীবদেহে পরিবেশ থেকে শোষিত হয়। 
-জীবদেহ মারা গেলে আর পরিবেশ থেকে কার্বন-১৪ শোষণ করতে পারে না। 
-ফলে কার্বন-১৪-এর পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions