কার্বন-১৪ রেডিও আইসোটোপের অর্ধায়ু-
Solution
Correct Answer: Option B
-কার্বন-১৪ হলো কার্বনের একটি তেজস্ক্রিয় আইসোটোপ।
-এটি বায়ুমণ্ডলে সূর্যের অতিবেগুনী রশ্মির ক্রিয়ায় নাইট্রোজেন থেকে উৎপন্ন হয়।
-কার্বন-১৪ জীবিত জীবদেহে পরিবেশ থেকে শোষিত হয়।
-জীবদেহ মারা গেলে আর পরিবেশ থেকে কার্বন-১৪ শোষণ করতে পারে না।
-ফলে কার্বন-১৪-এর পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে।