রেডিও আইসোটোপ হচ্ছে এমন একটা আইসোটোপ যা- 

 

A রেডিওতে ব্যবহৃত হয়

B রেডিও তরঙ্গ তৈরি করে

C তেজস্ক্রিয় বিকিরণ প্রদর্শন করে

D আলো তৈরি করে

Solution

Correct Answer: Option C

-কোনো কোনো আইসোটোপ অস্থিতিশীল হয়ে থাকে । অর্থাৎ এদের নিউক্লিয়াসের মধ্যে পরিবর্তন ঘটে থাকে । এর ফলে এই আইসোটোপ থেকে কিছু কণা বিচ্ছুরিত হয় এবং কখনো কখনো ইলেক্ট্রোম্যাগনেটিক  রশ্মি বিচ্ছুরিত হয়ে থাকে । এই প্রকার আইসোটোপকে রেডিও আইসোটোপ ( radio isotope ) বলা হয় ।

-তেজস্ক্রিয়তা প্রয়োগের মাধ্যমে রোগ নিরাময় বা রোগের প্রকোপ কমিয়ে রাখার জন্য ব্যবহৃত চিকিৎসা পদ্ধতির নাম রেডিওথেরাপি। রেডিওথেরাপিতে তেজস্ক্রিয় আইসোটোপ (যেমন- কোবাল্ট -৬০) থেকে গামা রশ্মি নির্গত হয়। এ রশ্মি সহজেই কোষের গভীরে প্রবেশ করে রোগাক্রান্ত কোষ ধ্বংস করতে পারে। ক্যান্সার টিউমার প্রভৃতি রোগ নির্ণয় ও সারাতে বর্তমানে রেডিও আইসোটোপ ব্যবহৃত হচ্ছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions