গামা রশ্মির চার্জ কোনটি ?

A ধনাত্নক

B ঋনাত্নক

C চার্জ নিরপেক্ষ

D ধনাত্মক ও ঋনাত্মক উভয় ধরনের

Solution

Correct Answer: Option C

গামা রশ্মি চার্জ নিরপেক্ষ অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। আলফা ও বিটা রশ্মির চেয়ে এই রশ্মির ভেদন ক্ষমতা খুব বেশি। স্বল্প আয়নায়ন ক্ষমতা সম্পন্ন, এই রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে ও ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এর কোন ভর নেই।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions