Solution
Correct Answer: Option A
✔ ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের প্রানী।আর আর্থ্রোপোডা পর্বের প্রানীদের পাগুলো সন্ধিযুক্ত হয়। এদের দেহে হিমোসিল থাকে।
✔ ঘাসফড়িং এর দেহ গহবর রক্তপূর্ণ এবং সংবহনতন্ত্রের অংশ হিসেবে কাজ করে।এ ধরনের রক্তপূর্ণ দেহগহবরকে হিমোসিল বলে। হিমোসিল ঘাসফড়িং এর দেহের সকল অন্তঃঅঙ্গকে ধারণ করে।