যে সব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয়-
Solution
Correct Answer: Option B
⇒ ‘আইসোটোপ’ (Isotope) শব্দটি দুটি গ্রিক শব্দ ‘Isos’ (সমান) এবং ‘Topos’ (স্থান) থেকে এসেছে। অর্থাৎ পর্যায় সারণিতে এদের স্থান একই।
⇒ একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান, কিন্তু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে ভরসংখ্যা ভিন্ন হয়, তাদের আইসোটোপ বলা হয়।
⇒ উদাহরণস্বরূপ, হাইড্রোজেনের তিনটি প্রধান আইসোটোপ আছে— প্রোটিয়াম (ভর ১), ডিউটেরিয়াম (ভর ২) এবং ট্রিটিয়াম (ভর ৩)। এদের সবার প্রোটন সংখ্যা ১, কিন্তু নিউট্রন সংখ্যা যথাক্রমে ০, ১ ও ২।