নিচের কোনটি মূল কণিকা ?

A নিউট্রিনো

B নিউট্রন

C পজিট্রন

D ডিউট্রেরন কণা

Solution

Correct Answer: Option B

-যে সব মূল কণিকা স্থায়ীভাবে সকল মৌলের পরমাণুতেই উপস্থিত থাকে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে।
- পরমাণুর স্থায়ী মূল কণিকা তিনটি। যথা: (ক) ইলেকট্রন, (খ) প্রোটন এবং (গ) নিউট্রন।
- তবে একমাত্র ব্যতিক্রম হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই।
- কণা পদার্থবিজ্ঞানে মেসন বলতে এক ধরনের হ্যাড্রনীয় অতিপারমাণবিক কণিকাকে বোঝায় যা একটি কোয়ার্ক ও একটি প্রতি-কোয়ার্ক নিয়ে গঠিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions