পরমাণুর ভর বলতে কি বুঝায়-
A নিউট্রনের ভর
B প্রোটনের ভর
C নিউট্রন ও প্রোটনের ভর
D নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের ভর
Solution
Correct Answer: Option C
পরমাণুর ভর বলতে প্রোটন ও নিউট্রনের ভর কে বোঝায়। প্রোটন ও নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্হান করে এবং ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরের স্তরে অবস্থান করে। প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণুর ভর।