সবচেয়ে হালকা মৌল কোনটি ?

A হাইড্রোজেন

B অক্সিজেন

C ইউরেনিয়াম

D কার্বন

Solution

Correct Answer: Option A

⇒ পর্যায় সারণির প্রথম মৌলটি হলো হাইড্রোজেন (H)।
⇒ এর পারমাণবিক সংখ্যা ১ এবং এটি প্রকৃতির সবচেয়ে সরল ও হালকা মৌল।
⇒ সাধারণ হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না, কেবল একটি প্রোটন ও একটি ইলেকট্রন থাকে, তাই এর ভর সবচেয়ে কম।
⇒ অন্যদিকে, ইউরেনিয়াম হলো অন্যতম ভারী মৌল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions