কোন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে-
A নিউট্রন ও প্রোটনের সংখ্যার সমষ্টি
B প্রোটনের সংখ্যা
C নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রনের সংখ্যা
D নিউট্রন, ইলেকট্রন, ও প্রোটনের সংখ্যার সমষ্টি
Solution
Correct Answer: Option A
⇒ একটি পরমাণুর মূল ভর তার কেন্দ্রে বা নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে।
⇒ নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন। এদেরকে একত্রে বলা হয় নিউক্লিয়ন।
⇒ যেহেতু ইলেকট্রনের ভর প্রোটন বা নিউট্রনের তুলনায় অত্যন্ত নগণ্য, তাই পরমাণুর মোট ভর হিসাব করার সময় ইলেকট্রনের ভর বাদ দেওয়া হয়।
⇒ গাণিতিকভাবে, ভরসংখ্যা (A) = প্রোটন সংখ্যা (Z) + নিউট্রন সংখ্যা (n)।