Correct Answer: Option C
যে সব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে বলে - আইসোটোন।
⇒ এই বিষয়টি মনে রাখার সহজ কৌশল হলো শব্দের শেষের অক্ষরের দিকে লক্ষ্য রাখা:
• আইসোটোন (Isotone): শেষে 'ন' বা 'n' আছে, অর্থাৎ এদের নিউট্রন (Neutron) সংখ্যা সমান। কিন্তু প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন।
• আইসোটোপ (Isotope): শেষে 'প' বা 'p' আছে, অর্থাৎ এদের প্রোটন (Proton) সংখ্যা সমান।
• আইসোবার (Isobar): শেষে 'বার' বা ভর, অর্থাৎ এদের ভর (Mass) সংখ্যা সমান।
⇒ যেহেতু প্রশ্নে বলা হয়েছে নিউট্রন সংখ্যা সমান, তাই সঠিক উত্তর হবে আইসোটোন।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions