'এপসম' লবণের রাসায়নিক নাম--
A ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
B সিলভার ক্লোরাইড
C জিঙ্ক নাইট্রেট
D ম্যাগনেসিয়াম সালফেট
Solution
Correct Answer: Option D
এপসম সল্ট হল এক ধরনের খনিজ লবণ, যা দেখতে যাধারণ লবণের মতো হলেও অনেক বেশি উপকারী। এপসম সল্ট বলা হলেও আসলে কিন্তু এটি লবণ নয়। এর বৈজ্ঞানিক নাম হল ম্যাগনেসিয়াম সালফেট। আর ম্যাগনেসিয়াম সালফেট আমাদের শরীরের জন্য ভালো।