Solution
Correct Answer: Option A
-পর্যায় সারণীর ১৮তম শ্রেণীর মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলে।
-নোবেল গ্যাস গুলো হল : হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন , জেনন ইত্যাদি।
-ওজোন নোবেল গ্যাস নয়।ওজোন কড়া গন্ধযুক্ত হালকা নীল রঙের বিষাক্ত একটি গ্যাস। পৃথিবীপৃষ্ঠে ওজোন গ্যাসের কারণে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ যেমন ব্রঙ্কাইটিস, এ্যাজমা ইত্যাদি হতে পারে।