সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে
A তামার দন্ড ও দস্তার দন্ড
B তামার পাত ও দস্তার পাত
C কার্বণ দন্ড ও দস্তার কৌটা
D তামার দন্ড ও দস্তার কৌটা
Solution
Correct Answer: Option C
ড্রাইসেলের উপাদান হল অ্যামোনিয়াম ক্লোরাইড এর পেস্ট, কার্বন দন্ড, দস্তার তৈরি পাত্র , ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড , কয়লার গুড়া, পিতলের টুপি এবং শক্ত কাগজ। ড্রাইসেলের ইলেক্ট্রোড হিসেবে রয়েছে কার্বন দন্ড ও দস্তার কৌটা।