Solution
Correct Answer: Option A
তড়িৎ কোষ ২ প্রকার, যথাঃ
-তড়িৎ রাসায়নিক কোষ ও তড়িৎ বিশ্লেষ্য কোষ।
তড়িৎ রাসায়নিক কোষ আবার ২ প্রকার, যথাঃ
-এক প্রকোষ্টবিশিষ্ঠ তড়িৎ রাসায়নিক কোষ বা শুষ্ক কোষ বা ড্রাইসেল এবং দুই প্রকোষ্টবিশিষ্ঠ তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ।
সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে কার্বন দন্ড ও দস্তার কৌটা থাকে।এর কিছু বৈশিষ্ট্য-
-এতে তরল ইলেকট্রোডের পরিবর্তে পেষ্ট ব্যবহার করা হয়,
-এর পাত্রটি একটি ইলেকট্রোড নেগেটিভ হিসাবে কাজ করে,
-প্রয়োজনে ইলেকট্রোড ও পানি যোগ করে ব্যবহার করা যায় না।
-ড্রাইসেল ব্যাটারির তড়িৎচালক বল ১. ৫ ভোল্ট।